ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

৫ দিন পর চালু চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুট

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১৮ মে ২০২৫   আপডেট: ১১:৪৮, ১৮ মে ২০২৫
৫ দিন পর চালু চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুট

নাব্যতা সংকটের কারণে ৫ দিন বন্ধ ছিলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল

পাঁচ দিন বন্ধ থাকার পর চালু হলো রাঙামাটির চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল।

রবিবার (১৮ মে) ভোর ৬টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়।

রাঙামাটির সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “নাব্যতা সংকটের কারণে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য গত ১৩ মে ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে কর্ণফুলি নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে। ফলে আজ ভোর ৬টায়  এ নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।”

আরো পড়ুন:

রাঙামাটির সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, “শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টুন চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজ করার জন্য পাঁচ দিন এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিলো।”

ঢাকা/শংকর হোড়/ইভা

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়