গোপালগঞ্জে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান
গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে অভিযান চালিয়েছে গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে দুই সদস্যের দল এ অভিযান চালায়।
সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল জানান, প্রশিক্ষকদের উপকরণ বিতরণ রেজিস্ট্রার ২০১৯ সালের ১ অক্টোবরের পর লিপিবদ্ধ নেই। এছাড়া পরীক্ষণ বিদ্যালয়ের স্লিপ বরাদ্দে অনিয়ম, ২০২৩-২৪ অর্থ বছরে ইউপিএস ক্রয়েও অনিয়মের তথ্য পাওয়া গেছে।
সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং প্রতিবেদনে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হবে বলে জানান সহকারী পরিচালক।
ঢাকা/বাদল/বকুল