মানিকগঞ্জ জেলা আ. লীগ নেতা কারাগারে
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খাঁনকে রবিবার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খাঁনকে (৬৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ মে) বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে আসামিকে আদালতে তোলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার প্রয়োজনীয় নথি না থাকায় মানিকগঞ্জের আমলী আদালতের বিচারক রিমান্ড শুনানি না করে আসামিকে কারাগারে পাঠান।
মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আব্দুর রহিম খাঁনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্দুর রহিম খাঁন শিবালয় উপজেলার দাশকান্দি এলাকার মৃত কফিল উদ্দিন খাঁনের ছেলে।
আব্দুর রহিম খাঁনের বিরুদ্ধে মানিকগঞ্জসহ বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে আরো তিনটি সি আর মামলা বিচারাধীন।
ঢাকা/চন্দন/মাসু