ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরসরাইয়ে চাঁদাবাজীর অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২০ মে ২০২৫  
মিরসরাইয়ে চাঁদাবাজীর অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানায় চাঁদাবাজীর অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁদাবাজীর ঘটনায় কারখানাটির পরিচালক কামরুল হোসাইন মঙ্গলবার (২০ মে) সোহাগকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আরো পড়ুন:

গ্রেপ্তার সোহাগ মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক কামরুল হোসাইন ১২ জনের নাম উল্লেখসহ নাম না জানা আরো ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এই মামলায় সোহাগকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

‎মামলা সূত্রে জানা গেছে, সোমবার (১৯ মে) বিকেল ৫টার দিকে শওকত আকবর সোহাগের নেতৃত্বে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে যাওয়া কিছু লোক বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় প্রবেশ করেন। তারা কারখানা কর্তৃপক্ষের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এসময় হাসিবুল হাসান ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ কারখানায় কর্মরত স্টাফদের মারধর ও গুরুতর জখম করেন অভিযুক্তরা। তারা হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যান এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়