ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালত প্রাঙ্গণে সাবেক এমপি শম্ভুর ওপর ডিম নিক্ষেপ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২২ মে ২০২৫   আপডেট: ১৭:০৪, ২২ মে ২০২৫
আদালত প্রাঙ্গণে সাবেক এমপি শম্ভুর ওপর ডিম নিক্ষেপ

বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বরগুনার অতিরিক্ত মুখ্য হাকিম মো. মনিরুজ্জামানের আদালতে মামলার শুনানি হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন:

আদালত প্রাঙ্গণে এজলাস থেকে বের হওয়ার সময় শম্ভুকে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। এর আগে, বুধবার শম্ভুকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বরগুনা কারাগারে আনা হয়।

আসামিপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হালদার বলেন, ‘‘ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অসুস্থ থাকায় আমরা জামিন আবেদন করেছিলাম। বিচারক জামিন বাতিল করায় তার চিকিৎসার জন্য আবেদন করি। আদালত চিকিৎসার আবেদন মঞ্জুর করেছেন।’’

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নুরুল আমিন বলেন, ‘‘আসামিপক্ষ জামিনের আবেদন করেছিল। রাষ্ট্রপক্ষে যৌক্তিক কারণ উল্লেখ করায় বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’’

২০২৪ সালের ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম সম্ভুকে গ্রেপ্তার করে। পরে তাকে নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া, আশুলিয়া থানার অন্য একটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।

বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে মামলাটি করেন জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৫৮ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়