ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা রিমান্ডে

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২২ মে ২০২৫   আপডেট: ১৯:৩৪, ২২ মে ২০২৫
চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা রিমান্ডে

মানিকগঞ্জে চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আশরাফুল ইসলাম রাজু ও মেহেরাব খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে, দুজনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর পোস্ট করে সম্মানহানি এবং চাঁদা দাবি করে। এ ঘটনায় মানিকগঞ্জ পৌরসভার দাশড়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান সাব্বির সদর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইনস্পেক্টর মো. আবুল খায়ের মিয়া বলেন, ‘‘চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় রাজু ও মেহরাব নামের দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন: চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা আটক

ঢাকা/চন্দন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়