ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীপুরে ভেজাল সার জব্দ, গুদাম সিলগালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২৩ মে ২০২৫  
শ্রীপুরে ভেজাল সার জব্দ, গুদাম সিলগালা

গাজীপুরের শ্রীপুরে একটি গুদামে অভিযান চালিয়ে তিন টন ভেজাল সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে তারা গুদামটি সিলগালা করে দিয়েছে। অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি তারা। 

বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের ওই গুদামে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, রফিকুল ইসলামের মালিকানাধীন একটি ঘরে অটোরিকশার চার্জ দেওয়ার আড়ালে দীর্ঘদিন ধরে ভেজাল সার উৎপাদন করছিলেন স্থানীয় মো. মাসুদ মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন টন ভেজাল সার জব্দ করে উপজেলা প্রশাসন। 

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “ভেজাল সার উৎপাদনের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সারগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। গুদামটিতে তালা লাগানো হয়েছে।”

শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, “একই স্থানে বিভিন্ন নামে সার উৎপাদন চলছিল। ভবিষ্যতে ভেজাল সার প্রতিরোধে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়