ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২৩ মে ২০২৫  
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

বগুড়ার গাবতলীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। নিহত ব্যক্তি অটোরিকশার যাত্রী ছিলেন।

শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিড মিল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মতি (৬০) বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মতির স্ত্রী রুবিয়া ইসলাম বিউটি (৫৫), ভাই টিপু সুলতান (৪৫) ও আলমগীর হোসেন আলম (৪২) নামের এক ব্যক্তি।

আরো পড়ুন:

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, ‘‘গাবতলী থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে বগুড়ার দিকে আসছিল। চকবোচাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়