কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, যুবক কারাগারে
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গ্রেপ্তার আসাদুর রহমান আসাদ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক কাঠ ব্যবসায়ীর কাছে ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং ২৪ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকি দেয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর শনিবার (২৪ মে) সকালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গ্রেপ্তার ওই যুবকের নাম আসাদুর রহমান আসাদ (২৪)। তিনি কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা স্কুলপাড়ার ইখতার হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২২ মে) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে আশরাফুল আলমের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি কল দেন। ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ লাখ টাকা না দিলে আশরাফুলের জন্য ছয়টি বুলেট বরাদ্দ রাখা হয়েছে বলে হুমকি দেয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন আশরাফুল আলম। অভিযোগের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তির সাহায্যে সিমটির মালিক অভিযুক্ত আসাদকে গত শুক্রবার (২৩ মে) রাতে আটক করে পুলিশ।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, তথ্য ও প্রযুক্তির সাহায্যে সিমের মালিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঘটনার আংশিক সত্যতা পাওয়া গেছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।
ঢাকা/কাঞ্চন/বকুল