ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

সাতক্ষীরার কুশখালী সীমান্তে ২৩ জনকে পুশ-ইন

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২৭ মে ২০২৫   আপডেট: ১৩:৪৪, ২৭ মে ২০২৫
সাতক্ষীরার কুশখালী সীমান্তে ২৩ জনকে পুশ-ইন

সাতক্ষীরা কুশখালী সীমান্তে পাহারারত অবস্থায় বিজিবি সদস্যরা

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাভাষীকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

সোমবার (২৬ মে) রাতের কোন এক সময়ে তাদেরকে পুশ-ইন করা হয়।

বিজিবি কুশখালী বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরে তাদেরকে আটক করেছে বিজিবি। বর্তমানে তারা ৩৩ বিজিবি হেফাজতে রয়েছে। তবে, তাদের নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

বিজিবি জানায়, কুশখালী সীমান্ত দিয়ে পুশ-ইন করা ২৩ জনকে আটক করেছে বিজিবি। তাদের সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়। সেখানে আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে যাচাই-বাছাই চলছে। 

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্র জানা গেছে, এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ঢাকা/শাহীন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়