ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে কুলিকে ছুরিকাঘাতে হত্যা

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৭ মে ২০২৫  
সাভারে কুলিকে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

সাভারে দুর্জয় শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সকালে সাভার পৌরসভা এলাকার কোটবাড়ি মহল্লা থেকে দুর্জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন গোলপাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে।

নিহতের স্ত্রী বিলকিস জানিয়েছেন, সাভারের কোটবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে রাজধানীর কারওয়ান বাজারে কুলির কাজ করতেন দুর্জয়। সোমবার রাত ১১টার দিকে তিনি কারওয়ান বাজার থেকে বাসায় ফিরে খাবার খেয়ে রাত ১টার দিকে দোকানে সিগারেট কেনার কথা বলে বেরিয়ে যান। সারা রাত আর বাসায় ফিরেননি তিনি। সকালে স্থানীয়রা বাসা থেকে বেশকিছু দূরে দুর্জয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তার স্বজন ও পুলিশকে খবর দেন। স্বজনরা গিয়ে দুর্জয়কে শনাক্ত করেন। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

দুর্জয়ের দেহে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ জানিয়েছেন, খবর পেয়ে দুর্জয়ের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে এবং হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

ঢাকা/সাব্বির/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়