ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাছে ঝুলছিল যুবকের মরদেহ

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২৭ মে ২০২৫  
গাছে ঝুলছিল যুবকের মরদেহ

ফাইল ফটো

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে মশিয়ার রহমান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের শ্মশান ডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। মরদেহটি একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল।

আরো পড়ুন:

মারা যাওয়া মশিয়ার পার্শ্ববর্তী রনচন্ডি ইউনিয়নের কিসামত বিরচরণ গ্রামের বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে ফসলি জমির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা একটি বটগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মারা যাওয়া যুবকের বাবা সিরাজুল ইসলাম বলেন, “সোমবার (২৬ মে) রাত থেকে মশিয়ার নিখোঁজ ছিল। অনেকবার ফোন করলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়।”

কিশোরগঞ্জ থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।”

ঢাকা/সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়