নরসিংদীতে সন্ত্রাসী আলী হোসেন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার মোহাম্মদ আলী হোসেন
নরসিংদীর শিবপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের হোতা মোহাম্মদ আলী হোসেন ওরফে আলী (২৮) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
শনিবার (৩১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানার এসআই রেজাউল ও এসআই সাদেকের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে ধানুয়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আলী হোসেন শিবপুরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছয়টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ সব মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মোহাম্মদ আলী হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, অস্ত্র ব্যবহার এবং ভাড়াটে খুনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আলী হোসেন দুর্ধর্ষ ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলার প্রস্তুতি চলছে।
নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নান বলেন, আলী হোসেনের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনা পুলিশের চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। পুলিশ নরসিংদী জেলাকে অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। এ ধরনের অপরাধীদের ছাড় দেয়া হবে না।
ঢাকা/হৃদয়/বকুল