দিনাজপুরের ২০ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে শুক্রবার সকালে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ছয়টি উপজেলার ২০টি গ্রামে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকালে দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টার, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
আজ সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও শহরতলীর কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় ৩০০ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মহেশপুর গ্রামে অবস্থিত ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠা পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
এছাড়া, চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রাম, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম, ১৩ মাইল, বিরল উপজেলার পশ্চিম বনগাঁ জামে মসজিদ, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা ও খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে ঈদ জামাত হয়।
দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায়কারীদের কয়েকজন মুসল্লি জানান, দিনাজপুরে প্রথমে শুধু চিরিরবন্দর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হতো। বর্তমানে দিনাজপুর সদর উপজেলাসহ আরো কয়েকটি উপজেলার ২০টি গ্রামে ঈদ অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে অংশ নেওয়া মো. মতিউর বলেন, “আমি প্রথমে আগাম ঈদ নামাজ পড়ার বিরোধিতা করেছি। কোরআন ও হাদিস পড়ে যখন জানতে পারলাম, যে এটিই সঠিক তখন থেকে আমি এই নিয়মে শরিক হয়েছি।”
মো. তমিজ উদ্দীন নামে অপর একজন বলেন, “আমি দশ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি।”
ঢাকা/মোসলেম/মাসুদ