ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রা: ৬ দিনে যমুনা সেতুতে সোয়া ১৯ কোটি টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৭ জুন ২০২৫   আপডেট: ১৮:২৮, ৭ জুন ২০২৫
ঈদযাত্রা: ৬ দিনে যমুনা সেতুতে সোয়া ১৯ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রার ছয় দিনে যমুনা সেতু দিয়ে ছোট-বড় ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা।

এর মধ্যে, গত বৃহস্পতিবার সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়। যা সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ। এদিন টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

আরো পড়ুন:

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময়ে সেতুর ওপর দিয়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। তবে, ঈদযাত্রাকে কেন্দ্র করে তা বেড়ে যায় কয়েকগুণ।

রবিবার সেতুর ওপর দিয়ে ২৭ হাজার ১৭৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৯ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা। সোমবার পারাপার হয়েছে ৩০ হাজার ১৬৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৮৫০ টাকা। মঙ্গলবার ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার বাবদ টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা। বুধবার পারাপার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা। শুক্রবার সেতুর ওপর দিয়ে ৪৮ হাজার ১৮৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/কাওসার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়