ঢাকা     বুধবার   ০৯ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৫ ১৪৩২

ভারতে পাচারের ২৫ বছর পর দেশে ফিরলেন নারী

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৮ জুন ২০২৫   আপডেট: ১২:০৮, ৮ জুন ২০২৫
ভারতে পাচারের ২৫ বছর পর দেশে ফিরলেন নারী

প্রায় ২৫ বছর আগে প্রতারণার ফাঁদে পড়ে ভারতে পাচার হন খুলনার রূপসা উপজেলার কিলো গ্রামের আনোয়ারা গাজী (৪৫)। শুক্রবার (৬ জুন) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের ফরাজীপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ-এর হাতে আটক হন তিনি।

শনিবার (৭ জুন) সকালে কুষ্টিয়া ৪৭ বিজিবি ও বিএসএফ-এর মধ্যকার পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে বাংলাদেশে ফেরত আনা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, পাচারের পর আনোয়ারা গাজী ভারতের কেরালায় অবস্থান করছিলেন। গত ২৫ বছর তার কোনো খোঁজ না পেয়ে পরিবার ধরে নিয়েছিল তিনি মারা গেছেন। বিজিবি আনোয়ারা গাজীর ছবি সংগ্রহ করে সম্ভাব্য ঠিকানা শনাক্ত করে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহায়তায় ছবিটি তার পরিবারের কাছে পৌঁছে দেয়। ছবি দেখে আবেগে ভেঙে পড়েন তার স্বজনরা এবং নতুন করে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন। 

আরো পড়ুন:

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪/৬-এস সংলগ্ন স্থানে ভারতের চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনোয়ারা গাজীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে আনোয়ারাকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, “সীমান্ত এলাকায় মানব পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর এবং মানবিক অবস্থানে রয়েছে। আনোয়ারা গাজীকে ফিরিয়ে আনার ঘটনাটি তারই একটি বাস্তব উদাহরণ।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়