ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টার সংঘর্ষে আহত ৯০

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১০ জুন ২০২৫   আপডেট: ১৩:৪৩, ১০ জুন ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টার সংঘর্ষে আহত ৯০

জমি থেকে শসা খাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষেতের শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে শিশুসহ অন্তত ৯০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়িশ্বর  ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আরো পড়ুন:

নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ‌টিস্যু চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- জালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (৩২), শাহ আলম (৩৫), রাব্বি মিয়া (১১), আমীর আলী (৩৫), মাসুক মিয়া (৪৫) ও সাহার আলী (১৮)। তাদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীঘর গ্রামে জমিতে শসা চাষ করেছিলেন সরকার বাড়ির বাসিন্দা জুয়েল। দুইদিন আগে ক্ষেত থেকে শসা খান একই গ্রামের বড়বাড়ির মির জালালের ছেলে হৃদয়। এ নিয়ে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আজ সকালে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে অন্তত ৯০ জন আহত হন।

নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম বলেন, “শসা খাওয়ার জেরে দেশীয় অস্ত্র নিয়ে সরকার বাড়ি ও বড়বাড়ি গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বতর্মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

এর আগে, গতকাল সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের হয়। ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়