ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১২ জুন ২০২৫   আপডেট: ১২:৩৭, ১২ জুন ২০২৫
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন

উখিয়া থানা (ফাইল ফটো)

কক্সবাজারের উখিয়ায় স্বামীর হাতে আয়েশা খাতুন (২৫) নামে এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামী ছৈয়দ আলমকে (২৭) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত নারী ও তার স্বামী দু’জনই রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থাতে কর্মরত ছিলেন।

বুধবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের একটি বসতঘরে এই হত্যাকাণ্ড ঘটে। 

স্থানীয় ক্যাম্প মাঝি ইদ্রিস মিয়া জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছৈয়দ আলম ছুরি দিয়ে গলা কেটে স্ত্রী আয়েশাকে হত্যা করে। খবর পেয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ 

ঢাকা/তারেকুর/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়