ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরের সড়কে ঝরল এসআইয়ের প্রাণ 

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৪ জুন ২০২৫  
ফরিদপুরের সড়কে ঝরল এসআইয়ের প্রাণ 

বোরহান উদ্দিন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাগুরা জেলার মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন মারা গেছেন।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালমারী উপজেলার সতাশি এলাকায় মারা যান তিনি। বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান এ তথ্য জানান। 

আরো পড়ুন:

মারা যাওয়া বোরহান উদ্দিনের বাড়ি যশোর জেলার অভয়নগর থানায়।

তিনি জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালমারী উপজেলার সতাশি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মেহগনি গাছে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী বোরহান উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বোয়লমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি মাহমুদুল হাসান জানান, মারা যাওয়া বোরহান উদ্দিন মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন। 

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়