ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে আরো ১ জনের করোনা শনাক্ত 

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১৪ জুন ২০২৫  
চট্টগ্রামে আরো ১ জনের করোনা শনাক্ত 

চট্টগ্রামে আরো এক ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে তার করোনা শনাক্ত  হওয়ার তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জনের দপ্তর। গত এক সপ্তাহে তিনজন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জনের দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

আরো পড়ুন:

শুক্রবার (১৩ জন) পর্যন্ত এক সপ্তাহে তিনজন করোনা আক্রান্ত হয়ে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। চালুর উদ্যোগ নেয়া হয়েছে ২০ শয্যার আইসোলেশন কেন্দ্র ও ৫ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আকরাম হোসেন বলেন, করোনা নিয়ে তিনজন ভর্তি হয়েছেন। 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়