ঝিনাইদহ সীমান্তে দিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৭
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে সাতজনকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৬ জুন) উপজেলার বাঘাডাংগা ও পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এতথ্য জানান।
আটককৃতরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ এলাকার মল্লিক জামানের ছেলে রাহিম ইসলাম (২৩), ভোলার তুমিজ উদ্দিন থানার দড়ি চাঁদপুর গ্রামের ঋষি দেবনাথের ছেলে আকাশ চন্দ্র দেবনাথ (২১), বাগেরহাটের রামপাল থানার পেড়িখালী গ্রামের গফুর শেখের ছেলে আলী আহম্মদ (৫৮), গোপালগঞ্জের কোটালিপাড়া থানার পিনজুরী ডুমুরিয়া গ্রামের সতীষ ঘরামীর ছেলে সমীর ঘরামী (৩৩) এবং একই এলাকার উমেশ রায়ের ছেলে উত্তম রায় (২৩)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/২৯-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামে ভারত থেকে প্রবেশ করা দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
অন্যদিকে, কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/২০-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মো. উজ্জল হোসেনের আম বাগান থেকে ভারত থেকে আসা পাঁচজনকে আটক করা হয়। তারা বাংলাদেশি নাগরিক।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ