রাজশাহীতে ৩১ দফার লিফলেট বিতরণ ছাত্রদল নেতার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুরের হাতে লিফলেট তুলে দেন ইঞ্জিনিয়ার আলি আহমাদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বুয়েট শাখা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আলি আহমাদ।
সোমবার (১৬ জুন) রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের হাতে লিফলেট তুলে দেন তিনি।
নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুরের হাতে লিফলেট তুলে দেয়ার সময় তিনি ৩১ দফার দফা-২৯ এর ‘জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা’ বাস্তবায়নের আহ্বান জানান ইঞ্জিনিয়ার আলি আহমাদ।
এ সময় রাজশাহী মহানগর ছাত্রদলের মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/কেয়া/বকুল