ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

প্রেমিকের খোঁঁজে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১৭ জুন ২০২৫  
প্রেমিকের খোঁঁজে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার আসামিদের একজন

কুমিল্লার লাকসামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুর দক্ষিণপাড়ার আবুল বশরের ছেলে এনায়েত রহমান সাক্কু (১৯), উপজেলার বড়তুপা গ্রামের মকবুলের ছেলে সাগর (২৬), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চরকাওনা গ্রামের বাদলের ছেলে স্বপন মিয়া (২১)।

আরো পড়ুন:

পুলিশ জানায়, গত ৮ জুন মেয়েটি তার প্রেমিককে খুঁজতে লাকসাম বাজারে যান। সেখানে তার সঙ্গে এনায়েত রহমান সাক্কু নামে এক অটোচালকের পরিচয় হয়। মেয়েটি সাক্কুকে সঙ্গে নিয়ে প্রেমিককে খুঁজতে শুরু করেন। রাত ১০টার দিকে তারা লাকসাম রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের প্লাটফর্মের সিঁড়িতে গিয়ে বসেন।

এ সময় তিন যুবক তাদের উত্যক্ত করলে সাক্কু নিজেকে ওই মেয়ের স্বামী হিসেবে পরিচয় দেন। এরপর যুবকরা সাক্কু ও মেয়েটিকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রেলস্টেশনে বসিয়ে রাখে। এক পর্যায়ে সাক্কু ওই যুবকদের জানান, তিনি মেয়েটির কেউ নন। পরে সাক্কুসহ ওই যুবকরা মেয়েটিকে সেখান থেকে রেললাইনের পূর্বপাশের একটি পরিত্যাক্ত টিনের ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ভুক্তভোগী ঘটনাটি পুলিশকে জানালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মামাতো ভাই বাদী হয়ে সোমবার (১৬ জুন) রাতে চারজনকে আসামি করে লাকসাম থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে সাক্কু, সাগর ও স্বপনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, “ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন জনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আপর আসামি খোরশেদকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

ঢাকা/রুবেল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়