ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৮ জুন ২০২৫   আপডেট: ১৫:১৪, ১৮ জুন ২০২৫
নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের দেওভোগের হাকিম প্লাজা মার্কেটের বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কেউ হতাহত হননি।

বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

স্থানীয় ব্যবসায়ী জমির আলী ও অন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কেটের তৃতীয় তলায় একটি গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে, কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান বলেছেন, হাকিম প্লাজা মার্কেটে আগুনের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট সেখানে যায়। তারা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়