ঘরের দরজা ভেঙে বিধবাকে ধর্ষণ, থানায় মামলা
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে ঘরের দরজা ভেঙে এক বিধবা নারীকে (৪৫) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জহির শেখ (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার (১৭ জুন) রাতে লোহাগড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
বুধবার (১৮ জুন) দুপুরে লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত জহির শেখ একই ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জহির শেখ দীর্ঘদিন ধরে বিধবা নারীকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। গত সোমবার রাত ২টার দিকে জহির শেখ দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ভুক্তভোগী লোহাগড়া থানায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “জহির শেখের নামে থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা/শরিফুল/মাসুদ