গাংনীতে ‘শ্যালো ইঞ্জিনচালিত আগলামন’ উল্টে প্রাণ গেল কিশোরের
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

মেহেরপুরের গাংনীতে ‘শ্যালো ইঞ্জিনচালিত আগলামন’ উল্টে নাহিদ হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
বুধবার (১৮ জুন) বেলা ৩টার দিকে গাংনী-সাহারবাটি সড়কের ইবাদত খানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের এলাঙ্গি গ্রামের বাবলু মিয়ার ছেলে।
নিহতের এক বন্ধু আজমাইন জানায়, তারা তিন জন সাহারবাটি গ্রামে মাছ রাখার ড্রাম ও অক্সিজেন নিতে গিয়েছিল। ফেরার পথে আগলামন উল্টে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাসমেরি খাইরুন নাহার বলেন, ‘‘নাহিদকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।’’
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ফারুক/রাজীব