রামুতে পাহাড়ের মাটি ধসে শ্রমিকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে আহত সিরাজুল হক (২৮) নামে এক শ্রমিক মারা গেছেন। বুধবার (১৮ জুন) সকালে কক্সবাজার সদর হাসপাতালে মারা যান তিনি। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় তিনি আহত হন।
মারা যাওয়া সিরাজুল হক দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, পাহাড় কাটার সময় মাটি ধসে চাপা পড়ে আহত হন সিরাজুল হক। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নূরুল ইসলাম বলেন, “পাহাড় চাপা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।”
ঢাকা/তারেকুর/মাসুদ