ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

চরমপন্থি নেতা নাসিমকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ১৯ জুন ২০২৫   আপডেট: ২০:১২, ১৯ জুন ২০২৫
চরমপন্থি নেতা নাসিমকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা

চরমপন্থি নেতা নাসিম

খুলনায় পুলিশের কাছ থেকে চরমপন্থি নেতা নাসিমকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা করা হয়েছে। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১৯ জুন) খুলনার দিঘলিয়া থানায় মামলা করেন। মামলায় নাসিমসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। 

আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার নাসিমের দুই সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার (১৮ জুন) সন্ধ্যার দিকে দিঘলিয়া থানা পুলিশের একটি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির নেতা ও একাধিক হত্যা মামলার আসামি নাসিমকে গ্রেপ্তারের জন্য উপজেলার ফরমাইশখানা ঘোলারঘাট এলাকায় অভিযানে যায়। এ সময় তারা নাসিমকে ধরলে তার অনুসারীরা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশের তিন সদস্য আহত হয়।

আরো পড়ুন:

এ ঘটনার পর দিঘলিয়া থানা পুলিশ ও যৌথ বাহিনী গোটা এলাকায় অভিযান শুরু করে। তবে নাসিমকে আটক করতে পারিনি। যদিও রেজাউল ও আল মামুন নামে  নাসিম বাহিনীর দুই সদস্যকে আটক করে পুলিশ।

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন বলেন, সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় নাছিমসহ ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। 

এ মামলায় রেজাউল ও আল মামুনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়