সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার: ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে শুক্রবার বিকেলে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের শহীদ মোহম্মদ আলী স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি বলেন, “গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আমি বিশ্বাস করি, এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। এ দেশকে নতুন করে গড়ে তোলার।”
শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত। ক্রীড়াঙ্গনে যেন দলমতে ভাগাভাগি করা না হয়।”
এ সময় বিএনপি মহাসচিব নিজ জেলার অনেক ক্রীড়ানুরাগী মানুষের কথা স্মরণ করেন এবং তাদের নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী এবং রানার্সআপ টিমের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, টুর্নামেন্টের আহ্বায়ক নূরে শাহাদাত স্বজন।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৬টি দল। ফাইনালে দিনাজপুর ডোমিনেটরসকে ৬ উইকেটে হারিয়ে চাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স।
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ