নাটোরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নাটোরে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের মধ্যে আশঙ্কাজনক একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল সোয়া ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশার চালক নাটোর সদর উপজেলার হারিগাছা গ্রামের মো. বাবু (৪০)। নিহত একজন এবং আহত দুইজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির এসআই মো. আবুল কালাম জানান, শুক্রবার বিকেলে একটি সিএনজিচালিত অটোরিকশা রাজশাহী থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয় সিরাজগঞ্জ থেকে আসা রাব্বি পরিবহন নামে একটি বাস। এ ঘটনায় অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পথে অটোরিকশা চালক বাবু মারা যান। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর যাত্রী নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরো জানান, নিহত একজন এবং আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তর কাজ চলছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা/আরিফুল/মাসুদ