ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ২০ জুন ২০২৫  
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দিল বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২০ জুন) হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে তাদের পাঠানো হয়। বিজিবি তাদের আটক করেছে। 

৪২ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটককৃতদের মধ্যে আছে- দুইজন পুরুষ, চারজন নারী এবং একজন শিশু।  

আরো পড়ুন:

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা ২০-২৫ বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতের মুম্বাইয়ে যান। আনুমানিক ৬-৭ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং সীমান্ত এলাকায় নিয়ে আসে। 

বিজিবি আরো জানায়, আত্মীয়-স্বজনের মাধ্যমে আটককৃতদের পরিচয় এবং জন্ম নিবন্ধন সনদ যাচাই-বাছাই করা হয়েছে। নাগরিকত্ব সঠিক হওয়ায় তাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া সবার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই বাংলাদেশি। দ্রুতই তাদের নিজ নিজ পরিবার বা স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়