ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২১ জুন ২০২৫   আপডেট: ১৯:৫১, ২১ জুন ২০২৫
বরগুনায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বরগুনায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন। শনিবার (২১ জুন) দুপুরে আমতলী উপজেলার কেওড়াবুনিয়া নামক স্থানে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আজিজুল ইসলাম। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। নিহত অপরজন নারী। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত ও তিন জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ফায়ার সার্ভিসের বরগুনা স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মুহাম্মদ হানিফ বলেন, ‘‘নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।’’

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘‘ইকরা পরিবহনের বাসটি করা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়