ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

বরগুনায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২১ জুন ২০২৫   আপডেট: ১৯:৫১, ২১ জুন ২০২৫
বরগুনায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বরগুনায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন। শনিবার (২১ জুন) দুপুরে আমতলী উপজেলার কেওড়াবুনিয়া নামক স্থানে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আজিজুল ইসলাম। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। নিহত অপরজন নারী। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত ও তিন জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিসের বরগুনা স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মুহাম্মদ হানিফ বলেন, ‘‘নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।’’

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘‘ইকরা পরিবহনের বাসটি করা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়