সাভারে পোশাক কারখানায় ডাকাতি
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। ডাকাত দল কারখানা থেকে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।
শনিবার (২১ জুন) ভোররাতে উপজেলার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় হক অ্যাপারেল্স অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় নিটিং সেকশন ও গোডাউনে এই ঘটনা ঘটে।
কারখানার কর্মকর্তারা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল দেয়াল টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। এ সময় নিটিং সেকশনের দুই অপারেটর ও দুই নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে ডাকাতেরা। পরে গোডাউন থেকে ১০ টন ফেব্রিক্স, ৫ টন সূতাসহ প্রায় কোটি টাকার মালামাল লুটে নেয়।
কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম বলেন, ‘‘ডাকাতদের সঙ্গে দুটি পিস্তল, রামদাসহ দেশীয় অন্ত্র ছিল। মুখে মাস্ক থাকলেও তারা গোডাউনের ফেব্রিক্স দিয়ে পুরো মুখমণ্ডল ঢেকে নিয়েছিল।’’
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন বলেন, ‘‘কারখানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/সাব্বির/রাজীব