ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজিবি সদস্যের ভুল করে ভারতে চলে যাওয়ার খবর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২১ জুন ২০২৫   আপডেট: ২২:৫৫, ২১ জুন ২০২৫
বিজিবি সদস্যের ভুল করে ভারতে চলে যাওয়ার খবর

ফাইল ফটো

চোরাকারবারিদের ধরতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য ভুল করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

ওই বিজিবি সদস্যের নাম মতিউর রহমান। তিনি ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জোহরপুর বিওপিতে ল্যান্স নায়েক পদে কর্মরত।

আরো পড়ুন:

শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘শুক্রবার রাতে চোরকারবারিদের ধরতে গিয়ে দলছুট হয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন এক বিজিবি সদস্য। পরে তিনি দিক হারিয়ে ভারতের একটি বিএসএফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন বলে জানতে পেরেছি। পতাকা বৈঠকের মাধ্যমে ওই সদস্যকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’’

এ বিষয়ে জানতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়