ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

চাটমোহরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ২

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২৪ জুন ২০২৫  
চাটমোহরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ২

গ্রেপ্তার খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনের মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ জুন) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও শিবপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান ও ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবাখলী গ্রামের তাজেম সরদারের ছেলে জাহিদুল ইসলাম ডাবলু।

আরো পড়ুন:

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা হরিপুর ইউনিয়নে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়