ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা অস্ত্র ও মাদকসহ আটক

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ২৪ জুন ২০২৫  
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা অস্ত্র ও মাদকসহ আটক

মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ

মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৪ জুন) সদর উপজেলার ভিটাসাইর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অভিযান চলাকালে আবু তাহের সবুজের বাড়ি থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা এবং একটি রামদা জব্দ হয়। 

মাগুরা আর্মি ক্যাম্পের মেজর মো. সাফিন সাংবাদিকদের জানান, এর আগেও আবু তাহের সবুজের বাড়িতে অভিযান চালিয়ে কিছু মাদক উদ্ধার করা হয়েছিল। পূর্ববর্তী অভিযানে ক্ষুব্ধ হয়ে সবুজ একটি বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছিলেন। এজন্য কিছু লোক ভাড়া করেছিলেন বলে তথ্য ছিল।

আরো পড়ুন:

তিনি জানান, আজ বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ করা হয়। 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়