ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড় সীমান্তে ১৮ জনকে ঠেলে দিল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৫ জুন ২০২৫   আপডেট: ১৮:২৪, ২৫ জুন ২০২৫
পঞ্চগড় সীমান্তে ১৮ জনকে ঠেলে দিল বিএসএফ

পঞ্চগড়ের তিনটি সীমান্ত দিয়ে ১৮ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৫ জুন) ভোরে তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার তিনটি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বিজিবি তাদের আটক করেছে। পরে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন ধরে তারা ভারতে শ্রমিক ও দিনমজুর হিসেবে কাজ করছিলেন।

আরো পড়ুন:

বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় ১৮ বিজিবির ভজনপুর বিওপির টহল দল ধানশুকা এলাকা থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে পাঁচজনকে আটক করে। বিএসএফের ৪৬ ব্যাটলিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

সদর উপজেলার টোকাপাড়া বিওপি সীমান্তের মেইন পিলার ৭৪৫ এর ৩-৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ৯৩ ব্যাটলিয়নের সদস্যরা ৬ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। বিজিবি টহল দল পরে কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে।

এছাড়া, সদর উপজেলার জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে আরো ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফের ৯৩ ব্যাটলিয়নের শ্যাম ক্যাম্পের সদস্যরা। জয়ধরভাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা প্রবেশকারীদের আটক করেছে। 

তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া বলেন, “পাঁচজনকে আমরা পেয়েছি। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।”

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “সদরের দুইটি সীমান্ত দিয়ে মোট ১৩ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মোট ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। থানায় সাধারণ ডায়েরি করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, “আমাদের টহলদল ৫ জনকে আটক করে। আমরা আটককৃতদের থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করেছি।”

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়