সাতক্ষীরায় ৬ স্বর্ণের বারসহ নারী আটক
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্বর্ণসহ বুধবার ভোরে বিজিবির হাতে আটক হওয়া নারী
সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বাকাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক নারীর নাম মোসা. নাসরিন নাহার (৩০)। তিনি ভোমরা সীমান্তের ইমাম হোসেনের স্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোমরা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৯ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি। সেখানে এক নারীকে আটক করা হয়। পরে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা।
জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটক নারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা/শাহীন/মাসুদ