ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাল প্রবেশপত্র: সিলেটে ছাত্রীর ১ বছর কারাদণ্ড

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ২৬ জুন ২০২৫  
জাল প্রবেশপত্র: সিলেটে ছাত্রীর ১ বছর কারাদণ্ড

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জাল প্রবেশপত্র নিয়ে ধরা পড়া সেই ছাত্রীর ঠিকানা হয়েছে কারাগারে। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট সরকারি কলেজ কেন্দ্রের হলে জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন তিনি। ওই শিক্ষার্থীর নাম তাহমিনা আক্তার। তিনি সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় এলাকার বাসিন্দা। 

আরো পড়ুন:

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন জানান, পরীক্ষার হলে দুই শিক্ষার্থী একই আসনে বসতে চাইলে বিষয়টি হলের দায়িত্বরতদের নজরে আসে। পরে দুই জনের প্রবেশপত্র যাচাই—বাছাই করে তাহমিনা নামে একজনের প্রবেশপত্র জাল ধরা পড়ে। পরে বিষয়টি শিক্ষাবোর্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির জানান, জাল প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দিতে আসায় শিক্ষার্থীর দোষ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এক শিক্ষার্থীকে জাল প্রবেশপত্রের কারণে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় তাকে এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তাকে কারাগারে পাঠানো হবে। 

সিলেট শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরীক্ষার দৈনন্দিন প্রতিবেদনে জানানো হয়, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৮৮টি কেন্দ্রে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে ৮২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এবার পরীক্ষায় ২৭ হাজার ৮৬৮ জন ছাত্র এবং ৪১ হাজার ৮১৫ জন ছাত্রী অংশ নিয়েছেন।

ঢাকা/নূর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়