ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতা, সচিবকে শোকজ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৬ জুন ২০২৫   আপডেট: ২২:৪৬, ২৬ জুন ২০২৫
নাটোরে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতা, সচিবকে শোকজ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব সরদার।

নাটোরের বড়াইগ্রামে ছাত্রদল নেতার এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই নেতা হলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব সরদার। তিনি বনপাড়া পৌর এলাকার সরদার পাড়ার রফিকুল সরদারের ছেলে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা শুরুর আগে ওই নেতা বনপাড়া কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার।

সারা দেশে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। তারপরও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে নীতিমালায়। কিন্তু এসব আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রবেশ করেন বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব সরদার।

কক্ষে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলছেন- এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, সকাল ৯টা ৪০ মিনিটে তিনি বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে যান। এ সময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে কক্ষে প্রবেশ করেন রাকিব সরদার।

তিনি আরো জানান, এ ঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আটকের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন।

তবে অভিযুক্ত রাকিব সরদার বলেন, “ছোট ভাইয়ের প্রবেশপত্র দিতে কক্ষের মধ্যে যাই। দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে আসি। অসৎ উদ্দেশ্যে কেউ এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছেন।”

ঢাকা/আরিফুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়