ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজার সীমান্তে আবারো ২৫ জনকে ঠেলে দিল বিএসএফ

মৌলভীবাজার সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২৬ জুন ২০২৫  
মৌলভীবাজার সীমান্তে আবারো ২৫ জনকে ঠেলে দিল বিএসএফ

মৌলভীবাজারের কাকমারা সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া নারী, পুরুষ ও শিশুরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে আরো ২৫ জনকে ঠেলে দিয়েছে (পুশইন) বিএসএফ। বিগত ৩ মাসে এ পযর্ন্ত ৪০৫ জনকে মৌলভীবাজারের বিভিন্ন  সীমান্তে ঠেলে দেয় বিএসএফ।

বৃহস্পতিবার (২৬ জুন) ঠেলে ওই ২৫ নারী-পুরুষকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরো পড়ুন:

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী ও শিশুসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় পুলিশকে খবর দিলে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় অবস্থিত। শ্রীমঙ্গলে আটককৃতদের মাঝে ছয়জন পুরুষ, নয়জন মহিলা ও চারজন শিশু রয়েছে। 

অপরদিকে, কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে বিএসএফ আরো ছয়জনকে ঠেলে দিয়েছে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে, কর্ণেল এএসএম জাকারিয়া।

ঢাকা/আজিজ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়