ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২৭ জুন ২০২৫  
মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ

ফাইল ফটো

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ঘটনাটি ঘটে। অভিযুক্ত পলাতক।

এদিকে, ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ বলছে, তারা অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরো পড়ুন:

অভিযোগে বলা হয়, ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন এক নারী। ঘটনার রাতে ফজর আলী ঘরের বাইরে এসে দরজা খুলতে বলেন। এক পর্যায়ে ফজর আলী দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর চাচি বলেন, “পাশের বাড়িতে পূজা হচ্ছিল। শব্দ শুনে দৌঁড়ে পূজার অনুষ্ঠানে যাই এবং লোকজন ডেকে আনি। সবাই এসে দেখি- দরজা ভাঙা, ঘরে ঢুকে ভাতিজিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি।”

স্থানীয় বাসিন্দা সজীব বলেন, “চিৎকার শুনে গিয়ে দেখি দরজা ভাঙা। ঘরে ঢুকেই ফজর আলীকে দেখি।”

ভুক্তভোগীর চাচা বলেন, “আজ আমার ভাতিজিকে ধর্ষণ করা হয়েছে, কালকে আমাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এমনটা হলে কী হবে? আমরা আতঙ্কে আছি। দ্রুত বিচার চাই।”

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “ভুক্তভোগী নিজে বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়