ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 

সাতক্ষীরায় দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২৮ জুন ২০২৫   আপডেট: ০৯:১৫, ২৮ জুন ২০২৫
সাতক্ষীরায় দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

বিএনপি’র লোগো

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সাতক্ষীরায় জেলা বিএনপি। 

শনিবার (২৮ জুন) সকালে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এ তথ্য জানিয়েছেন।এর আগে শুক্রবার সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব পৃথক দুটি চিঠিতে এই নোটিশ জারি করা হয়।

অভিযুক্ত নেতারা হলেন দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমেদ এবং শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য শহিদুজ্জামান শাহীদ।

নোটিশে অভিযুক্ত দুই নেতাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে কেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জানা যায়, দেবহাটা ও শ্যামনগর উপজেলায় তৃণমূল কমিটি গঠন ও যাচাই-বাছাই কার্যক্রমকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়।

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২৬ জুন দেবহাটা উপজেলা বিএনপির সার্চ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম চলাকালীন জেলা বিএনপি সহ-টিম প্রধানের উপস্থিতিতে মিথ্যা অভিযোগ উত্থাপন করেন এবং দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেন।

এদিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন সার্চ কমিটির সদস্য শহিদুজ্জামান শাহীদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৭ জুন রমজাননগর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ফরম যাচাই-বাছাইয়ের সময় চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করেন। 

এই দুটি ঘটনায় জেলা বিএনপি কঠোর অবস্থান নিয়েছে।

ঢাকা/শাহীন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়