ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাটা হলো বাবুই ভর্তি তালগাছ, শতাধিক ছানার মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৮ জুন ২০২৫   আপডেট: ১৩:৩৭, ২৮ জুন ২০২৫
কাটা হলো বাবুই ভর্তি তালগাছ, শতাধিক ছানার মৃত্যু

তালগাছটি কেটে ফেলার পাখির ছানা মারা যাওয়ার পাশাপাশি ডিমও নষ্ট হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় বাবুই পাখির বাসা ভর্তি একটি তালঘাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় ওই গাছে বসবাসরত শতাধিক বাবুই পাখির ছানার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে একদল পাষণ্ড ব্যক্তি তালগাছটি কেটে ফেলে। গাছটি ছিল শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল।

স্থানীয়রা জানান, মোবারেক আলী ফকিরের মালিকানাধিন জমির তালগাছটিকে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। গাছটি মিজানুর রহমান নামের এক ব্যক্তি কিনে নেন। পরে তিনি গাছটি কেটে ফেলায় তাতে থাকা প্রায় শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী মর্মাহত হয়ে পড়েন।

স্থানীয় জাহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই তালগাছটি শুধু একটি গাছ ছিল না, ছিল একটি প্রাণি বৈচিত্র্যের কেন্দ্র। যারা এই কাজ করেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে।”

এদিকে স্থানীয় প্রশাসন বা বন বিভাগ এখনও কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে। তবে সচেতন মহল অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে পরিবেশ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, ‘‘বিয়ষটি আমরা জানার পর বন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হবে।”

উল্লেখ্য, বাবুই পাখি বাংলাদেশের পরিবেশের জন্য উপকারী ও সংরক্ষিত একটি প্রজাতি। তাদের বাসা তৈরি করার নান্দনিকতা ও সামাজিক আচরণ পৃথিবীব্যাপী প্রশংসিত।

ঢাকা/অলোক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়