ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে যুবলীগ নেতাকে পুলিশে দিল জনতা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২৮ জুন ২০২৫  
চট্টগ্রামে যুবলীগ নেতাকে পুলিশে দিল জনতা 

শামসুদ্দোহা সিকদার ওরফে আরজু

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি শামসুদ্দোহা সিকদার ওরফে আরজুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তার আরজু সিকদার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। 

আরো পড়ুন:

শনিবার (২৮ জুন) পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, ‍“মধ্যরাতে স্থানীয় জনতা আরজু সিকদারকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রয়েছে। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।”

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, “আরজু সিকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

রাঙ্গুনিয়া থানাতেও আরজু সিকদারের বিরুদ্ধে একাটি মামলা তদন্তাধীন বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়