উখিয়ায় বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় ইফাত রিমু (১৩) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। রবিবার (২৯ জুন) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইফাত উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে ও স্থানীয় খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘‘মাদ্রাসা ছুটি শেষে ইফাত তার এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে রাস্তা পার হওয়ার সময় টেকনাফগামী সীমান্ত স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক ইফাতকে মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/তারেকুর/রাজীব