ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, হিলি বন্দরে কার্যক্রম শুরু 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৩০ জুন ২০২৫   আপডেট: ১৩:৪৭, ৩০ জুন ২০২৫
কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, হিলি বন্দরে কার্যক্রম শুরু 

কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে কর্মস্থলে ফিরেছেন কর্মকর্তা-কর্মচারীরা

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিন।

তিনি বলেছেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি অনুযায়ী, আমরা গত দুই দিন কর্মবিরতি রেখেছিলাম। সে কারণে এ বন্দরে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। বন্দরের অন্যান্য কার্যক্রমও বন্ধ ছিল।

নাজিম উদ্দিন আরো বলেন, গতকাল রবিবার (২৯ জুন) সন্ধ্যার পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় আজ সকাল থেকে আমরা কর্মস্থলে বসেছি। এ বন্দরে সকল কার্যক্রম শুরু হয়েছে এবং পণ্য আমদানি-রপ্তানিও শুরু হয়েছে। 

গত শনিবার থেকে রবিবার পর্যন্ত হিলি কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সার্বিক কার্যক্রমে অচল হয়ে পড়েছিল।

ঢাকা/মোসলেম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়