ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যাত্রীবাহী বাস উল্টে ৬ শিশুসহ আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৩০ জুন ২০২৫  
যাত্রীবাহী বাস উল্টে ৬ শিশুসহ আহত ২০

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া রয়েল পরিবহনের যাত্রীবাহী বাস

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস উল্টে ৬ শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ১৮জনকে কাশিয়ানী উপজেলা ১০০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- তাহসিন (৪), সুজন (২৭), সোহান শেখ (১৮), আসমা আক্তার (৩৫), উর্মি (২৫), সুজাতা হাওলাদার (৩৫), সাজিদ (২৬), রাবেয়া বেগম (২৬), ফাতেমা বেগম (৩২), সুজন (২৭), তানজিনা (২৫), সিয়াম (১৬), মেহেদী হাসান (২৬), তামজিদ (৪), আসাদুল (৩৫) ও আকলিম (২৬)।

ওসি কামাল হোসেন জানান, সোমবার সকালে খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ধূসর ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৬ শিশুসহ ২০জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

ঢাকা/বাদল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়