ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১ জুলাই ২০২৫   আপডেট: ০৮:৫৯, ১ জুলাই ২০২৫
নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ডিস ব্যবসায়ী রিজভি

নরসিংদীতে রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ জুন) রাত ১১টার দিকে নরসিংদী পৌরসভার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

নিহত রিজভী রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি আমিরগঞ্জের হাসনাবাদ এলাকায় ডিসের ব্যবসা করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে দুর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধার করি। মরদেহের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

ঢাকা/হৃদয়/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়