ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নকল সরবরাহের সময় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ১ জুলাই ২০২৫   আপডেট: ২০:০৬, ১ জুলাই ২০২৫
নকল সরবরাহের সময় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসান

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা চলাকালীন কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক। মৃদুল হাসান ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আরো পড়ুন:

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, আটকের পর তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে বলা হয়েছে। 

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবর রহমান জানান, ব্যবস্থা নেয়ার জন্য লিখিত নির্দেশনা পেয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) এবং কলেজের সিনিয়র শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ঢাকা/কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়